পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেহেতু বাংলাদেশ নাক গলায় না, ভারতকেও আমাদের বিষয় নিয়ে নাক না গলাতে বলা হয়েছে। এসময় বাংলাদেশ সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার বন্ধের আহ্বানও জানানো হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করতে আগ্রহী ভারত। জানিয়েছেন, দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আর বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, ঢাকা অন্যকারো বিষয়ে নাক গলায় না ভারতেও এই নীতির প্রতি শ্রদ্ধাশীল হবে। দুই দেশের বৈঠক শেষে এসব কথা বলেন তারা।
শেখ হাসিনার পতনের পর এই প্রথম ঢাকায় হাই প্রোফাইল কোন ভারতীয় কর্মকর্তার সফর।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফর নিয়ে তাই আগ্রহ ছিলো সবার। সকাল নয়টায় পৌছান ঢাকায়। ১১ টায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বসেন দ্বিপাক্ষিক বৈঠকে।
দুই ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। যাতে গুরুত্ব পায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি। ব্যবসা বানিজ্য ও অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়গুলো।
বিকেল তিনটার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন মিশ্রি। এরপরই সেগুনবাগিচায় মুখোমুখি হন সাংবাদিকদের। জানান, এই সরকারের প্রতি ভারতের আগ্রহের কথা।
সচিব বলেন, বৈঠকে খোলামনে আলোচনা করেছে দু পক্ষই। তুলে ধরা হয়েছে সংখ্যালঘু ইস্যুতে দেশটির উদ্বেগের কথা।
পরে, এই নিয়ে ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দীন। বলেন, ভারত যেন কোন দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক না গলায় সে কথায় মনে করিয়ে দেয়া হয়েছে।
এছাড়া, অনিষ্পন্ন বিষয়গুলো একসাথে কাজ করার প্রত্যয়ের কথা জানান। বলেন, ভারত যেন প্রোপাগাণ্ডা নিয়ে যথাযথ পদক্ষেপ নেয় সেই আহ্বানও রেখেছেন তিনি।
পরে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎের পর ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্র সচিব।