ছাগলনাইয়া প্রতিনিধি: গণতন্ত্র পূর্ণরূপে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে ছাগলনাইয়া আদালত মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী-১ আসনের বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, তথা ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।’