জগন্নাথপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার ৫ জামায়াত নেতা নাশকতা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় পৌর জামায়াতের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধিত জামায়াত নেতারা হলেন- বিশিষ্ট ব্যবসায়ী নলুয়া হাউজিং এস্টেট লি: এর চেয়ারম্যান সাংবাদিক ও জামায়াত নেতা মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, শিক্ষক আলী আহমদ, রেজাউল করিম রিপন, আবুল কাশেম ও আজাদ মিয়া।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় জগন্নাথপুর পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পৌর জামায়াতের সহ-সভাপতি আ হ ম ওয়ালী উল্লাহ, টিম সদস্য নেছার উদ্দিন, আকমল হোসেন, জামায়াত নেতা ফরহাদ মিয়া, শাহান আহমদ, কয়েস মামুন।
উপস্থিত ছিলেন, সাংবাদিক হুমায়ুন কবির, আমিনুল হক সিপন, গোবিন্দ দে, হিফজুর রহমান তালুকদার জিয়া, আলী আসগর ইমন, আলী হোসেন প্রমুখ।