জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড থেকে নাম প্রত্যাহার করে নিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্যক্তিগত ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার অভিনেতা ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে বলেন, “আমি আসলে সময় দিতে পারব না। এ জন্যই জুরি বোর্ডে থাকছি না। এটা সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি।”
এর আগে, গেল ১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষ্যে ‘জুরি বোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। এতে সদস্যসচিব হিসেবে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে।
এ ছাড়াও সদস্য হিসেবে জুরি বোর্ডে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন