১৯ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ শহরে হত্যা মামলার আসামী সালমানের নেতৃত্বে হিন্দু বাড়িতে হামলা

সুনামগঞ্জ শহরে হত্যা মামলার আসামী সালমানের নেতৃত্বে হিন্দু বাড়িতে হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরে আলোচিত হত্যা মামলার আসামী সালমানের নেতৃত্বে নতুন পৈন্দা গ্রামে কয়েকটি হিন্দু বাড়িতে হামলা ও লুঠপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় স্বানীয় সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা বাজরে হত্যা মামলার আসামী সালমান সৌরভ দাসের কাছে ৫০০০ টাকা চাদা দাবি করে। সৌরভ দাস টাকা দিতে না করিলে তাকে মারধর শুরু করে। এতে পৈন্দা বাজারের অনেক লোক এগিয়ে এসে সৌরভ এর জীবন রক্ষা করেন।

পরবর্তী গত ১৭ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ৯টায় সন্ত্রাসী সালমান, এলাকার চাঁদাবাজ তফাজ্জুল, মিলন, লিমন, মান্না সহ ২০/২৫ জনের একটা সন্ত্রাসী বাহিনী হিন্দুদের বাড়িতে হামলা চালায় ও মালামাল লুঠপাট করে।

এতে কৃপেশ চন্দ্র দাসের অটো রাইজ মিল থেকে ২৪ বস্তা চাউল ও তাদের বাড়ি থেকে ৩ ভরি স্বর্ন, ৯৫ হাজার টাকা এবং আরও মালামাল নিয়ে যায়। তখন কৃপেশ ৯৯৯ এ ফোন করলে সুনামগঞ্জ সদর থানার পুলিশ আসলে সন্ত্রাসীরা আসে পাশে চলে যায়।

সুনামগঞ্জ সদর থানায় গতকাল দুপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। সংখ্যালঘুরা বর্তমানে আতংকের মাঝে আছে। তারা আবারও আক্রমনের ভয়ে স্বাভাবিক জীবন-যাপন করতে পারছেন না। স্থানীয় এলাকাবাসী এহেন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের শাস্তির দাবী করেন।