শিব্বির আহমদ ওসমানী:
দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ভার্চুয়াল প্লাটফর্মগুলোতে গুজব ছড়িয়ে পড়ছে। ফেসবুকে যা পাইলেন যাচাই বাঁচাই না করেই শেয়ার করা বা নিজে পোস্ট করে প্রচার করা নির্বুদ্ধিতা ও নির্লজ্জতা ছাড়া আর কিছু নয়। এটা অত্যন্ত গর্হিত ও অনৈতিক কাজ। ব্যক্তি পর্যায়ে হোক আর সংবাদমাধ্যমে হোক সংবাদ প্রচারের আগে অবশ্যই সত্য-মিথ্যা যাচাই করে নিতে হবে। কেউ যদি একটি তথ্য বা সংবাদ শুনে বা দেখেই তা অন্যের কাছে ছড়িয়ে দেয় তাহলে সে মিথ্যাবাদী হয়ে যাবে। এ ব্যাপারে নবীজি (স.) বলেছেন,
كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
অর্থ: কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে কোনো কথা শোনামাত্রই (যাচাই না করে) বলে বেড়ায়। (আবু দাউদ ৪৯৯২)
কোনো তথ্য বা সংবাদ প্রচারের সময় যদি দেখা যায় তা কারও বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বা কারও ব্যাপারে নেতিবাচক তথ্য দেয়া হচ্ছে তাহলে তা আগে যাচাই করে নিতে হবে। যাচাই নিজে না করতে পারলে অন্যের মাধ্যমে হলেও যাচাই করতে হবে। যাচাই না করতে পারলে সংবাদ প্রচার করা যাবে না। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন,
হে ইমানদারগণ, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনে, তাহলে তোমরা তা যাচাই (ফ্যাক্ট চেক) করে দেখবে; যাতে না জেনে তোমরা কোনো সম্প্রদায়কে আঘাত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। (সুরা হুজরাত ৬)
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার অনুসরণ কোরো না। নিশ্চয় কান, চোখ, অন্তরের প্রতিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।’ (সুরা বনি ইসরাইল ৩৬)
আল্লাহ ও তাঁর রাসুল (স:) এর অনুসারীদের উচিত কোনো কিছু যাচাই-বাচাই ছাড়া প্রচার না করা। নিজে অথবা অন্যের মাধ্যমে যাচাই করে তারপর সত্য মনে হলে এবং ব্যক্তি ও সমাজের জন্য কল্যাণ মনে হলেই কেবল প্রচার করা। ব্যক্তিগত বা দলীয় ক্ষোভ ও প্রতিহিংসা থেকে অন্যের বিরুদ্ধে কোনো কিছু প্রচার থেকে বিরত থাকা। আল্লাহ আমাদেরকে মিথ্যা সংবাদ প্রচার করা থেকে রক্ষা করুন।
লেখক: শিব্বির আহমদ ওসমানী (শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী)