৭ নভেম্বর, ২০২৪

৭ নভেম্বর একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন: জামায়াত আমির

16px

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতির প্রেক্ষাপটে ৭ নভেম্বর একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। কিন্তু স্বাধীনতা পরবর্তী শাসকচক্র আমাদেরকে ইতিহাস জানার অধিকার কেড়ে নিয়েছে। ১৯৭৫ সালের জুনে আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দেশে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠা করেছিল। রাষ্ট্রায়ত্ব মাত্র চারটি পত্রিকা বাদে সকল গণমাধ্যমের ডিক্লারেশন বাতিল করে গণমানুষের কণ্ঠরোধ করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন ওই সময়ের তরুণ সংসদ সদস্য ব্যারিষ্টার মঈনুল হোসেন এবং কর্নেল এম এ জি ওসমানী। কিন্তু এজন্য তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও হতে হয়েছিল। এটিই ছিল বাস্তবতা। ওই সময়ের বাকশাল প্রতিষ্ঠিত থাকলে দেশে কোনো পত্রিকাই থাকতো না। মানুষের অধিকারও হতো ভূলুণ্ঠিত। মূলত, বাকশাল প্রতিষ্ঠা করে আওয়ামী-বাকশালীরা দেশের গণতন্ত্রের কবর রচনা করেছিল।

তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত শাহাদাত বরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহত-পঙ্গুত্ববরণকারীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ