১৯ নভেম্বর, ২০২৪

ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

অনলাইন ডেস্ক

ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

16px

শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাথে ট্রাস্টি বৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ সোমবার দুপুরে জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্সেস সেন্টার (জেবিবিইটি) এর আয়োজনে রিসোর্স সেন্টার প্রাঙ্গনে কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র ট্রাস্টি জনাব আলহাজ্ব রফিক মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সেন্টারের প্রাক্তন শিক্ষার্থী তাহের আল হামিদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান জনাব আব্দাল মিয়া। 

এতে প্রধান বক্তার বক্তব্য দেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ট্রাস্টের ট্রেজারার আনোয়ার আলী, রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী, সহকারী প্রশিক্ষক নাহিদা আক্তার।

আরও বক্তব্য দেন, এনএফসি একাডেমির পরিচালক মাহবুব হাসান, রিসোর্স সেন্টারের শিক্ষার্থী তুহিন রহমান, মইনুল হুসাইন, মহি উদ্দিন, ফয়জুর রহমান, মাফিয়া আক্তার জলি
  প্রমুখ।

ট্রাস্টের চেয়ারম্যান আব্দাল মিয়া বলেন, জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এ উপজেলার শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়। 

গত আড়াই বছর আগে রিসোর্স সেন্টার হওয়ার পর বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়।

 এ পর্যন্ত প্রায় ৪০০ শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী জানুয়ারি থেকে বিনামূল্যে সেলাইমেশিনের মাধ্যমে সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজের লক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ