ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ার নিজ বাসভবনে সংবাদকর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা, তিনি ভারতে অবস্থান করছেন। আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।’
এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর আরেকটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি যে তাদের মতামত দেয়াটা সমীচীন নয়। দ্য পিপল উইল ডিসাইড (অর্থাৎ জনগণ সিদ্ধান্ত নেবে), কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না। এন্ড থ্রু ইলেকশন (আর তা হবে নির্বাচনের মাধ্যমে)।’
আওয়ামী লীগ নিয়ে বিএনপির কোনো ‘চিন্তা নাই’ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। কারণ বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি।’
একইসাথে অন্তর্বর্তী সরকারের সবগুলো সংস্কারের কাজে হাত দেয়ার ‘খুব বেশি প্রয়োজন নাই’ উল্লেখ করে নির্বাচিত সংসদ ওই কাজগুলো করবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র : বিবিসি