নিজস্ব প্রতিনিধি: নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সরকার পরিবর্তনের পর ধারাবাহিক অঘটনা আর মামলার সংখ্যা বাড়ছে অভাবনীয় ভাবে। ৫ই আগস্ট ২০২৪ ইং সালের পর কদমতলী আদমজী এলাকার বাসিন্দা হুমায়ূন কবিরের ছেলে ছাত্রলীগ নেতা আহসানুল কবির কে ১২ই আগষ্ট/২০২৪ ইং সালে অপহরন করে তার রাজনৈতিক ও বৈষয়িক প্রতিপক্ষ বিএনপি নেতা মো গিয়াস উদ্দিন, তার ছেলে মোঃ সাদরিল ও যুবদলের স্থানীয় নেতা আবুল কায়সার আশা ও তার সহযোগীরা, তাকে একটি গোপন কক্ষে আটক রেখে অমানবিক নিপীড়ন করতে থাকে। আহসানুল কবিরের স্ত্রী নাদিয়া আহমেদ নেলী ও মাতা খালেদা কবির তাদের সাথে যোগাযোগ করে আহসানুল কে ছেড়ে দিতে অনুনয়-বিনয় করলে যুবদলের উক্ত নেতা ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে তার পরিবারের সদস্যদের নিকট। নিরুপায় হয়ে আহসানুলর স্ত্রী ও মাতা ১০ লক্ষ টাকা দিলে মুক্তিপন আহসানুল কবির। বেশ কিছুদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। অতপর গত ১৩ই আগস্ট ২০২৪ ইং সালে মোঃ রনি প্রধানের বাড়ীতে ডাকাতি হয় এবং ডাকাতদের বাধা দিলে গিয়ে হত্যার শিকার হন রনি প্রধানের ভাই রাব্বি প্রধান। মো: রনি প্রধানের সাথেও পূর্ব শত্রুতা ছিল আহসানুলের। এই সুযোগে ডাকাতি সহ হত্যা মামলার প্রধান আসামী করা হয় আহসানুল কবির কে। তাতেও ইন্ধন ছিল বিএনপি ও যুবদলের উল্লেখিত নেতাদের। পরবর্তিতে আহসানুলের মাতা ও স্ত্রীকে আবারও অপহরন করে আবুল কায়সার আশা ও তার সহযোগীরা। প্রশাসনের নিকট অভিযোগ গেলে আহসানুলের স্ত্রীকে ছেড়ে দিলেও আরও মুক্তিপনের আশায় তার মাতাকে ছাড়া হয়নি।
ঘটনার সত্যতা জানতে কদমতলী আদমজি ও মিজমিজি এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে তারা জানান, আহসানুল কবির ছাত্রলীগ করলেও তার বিরুদ্ধে খুন, রাহাজানী বা ছাত্র হত্যার কোন অভিযোগ নাই। এলাকায় সে ভাল ছেলে বলেই পরিচিত। কিছু রাজনৈতিক প্রতিহিংসা আর ব্যক্তিগত সুবিধা প্রাপ্তির হীন মানসে বর্তমানে উদীত হওয়া কিছু নেতা নামধারী সন্ত্রাসীরা তাকে অপহরন, নির্যাতন ও মিথ্যা মামলার আসামী করে। তার ঘরবাড়ী পুড়িয়ে তার পরিবারের সদস্যদের উপর নিপীড়ন চালায়।
কোন ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিচার হোক কিন্তু শুধু মাত্র একটি রাজনৈতিক দলের সদস্য হবার কারনে, নিরপরাধ ব্যক্তিদের নির্যাতন করা উচিত নয় বলে এলাকার সুশীলে সমাজ ও সচেতন জনগন মনে করেন। আওয়ামী সরকারের পতনের পর বিএনপি, যুবদলের এমন আচরন তাদের সমগ দলের উপর বিরুপ প্রভাব পড়বে বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করতে ঊর্ধ্বতন মহলের নির্দেশ রয়েছে মর্মে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

