৩ অক্টোবর, ২০২৪

সন্তানের পড়াশোনায় মন নেই? মাথায় রাখুন ৬টা টিপস

অনলাইন ডেস্ক

সন্তানের পড়াশোনায় মন নেই? মাথায় রাখুন ৬টা টিপস

16px

আপনার খুদে সদস্যটি প্রায়ই পড়তে তো বসছে কিন্ত সমস্যা হল, পড়ায় মন নেই৷ তাই পরীক্ষায় নম্বরও মোটেও বেশি হচ্ছেনা৷ তাহলে? তা বলে বাচ্চাকে মারধর করবেন না৷ কয়েকটা কারণে সমস্যা হয়৷ আপনিও তাকে একটু বোঝার চেষ্টা করুন৷ তা হলেই দেখবেন আস্তে আস্তে সমস্যা অনেকটা মিটছে৷ দেখে নিন বাচ্চার মনঃসংযোগ বৃদ্ধি পাচ্ছে৷

একগাদা পড়ালেখা একসঙ্গে দেবেন না৷ এতে শিশুর মনঃসংযোগে ব্যাঘাত ঘটে৷ সে বিরক্ত হয়৷ তার চেয়ে অল্প অল্প করে পড়া করতে দিন৷ একটা হয়ে গেলে আবার একটা দিন এতে শিশুর উপর অহেতুক চাপও তৈরি হবে না৷

সন্তানের জন্য একটা টাইম টেবিল তৈরি করুন৷ সেখানে কেবল পড়াশোনার সময় রাখবেন না৷ খেলাধুলো, টিভি দেখা সব কিছুরই সময় রাখুন৷ এতে বাচ্চার পড়াশোনার প্রতি মনো সংযোগ বৃদ্ধি পায়৷

শিশুকে কেবল পড়াশোনা করতে বললেই হবে না৷ বরং বাড়িতেও পড়াশোনার পরিবেশ তৈরি করে ফেলুন৷ নিজেও সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন না৷ বরং একটা ম্যাগাজিনও পড়তে পারেন৷ এতে শিশু আপনাকে দেখে পড়ার প্রতি কিছুটা হলেও আগ্রহী হবে৷

সন্তানের প্রচেষ্টাকেও কখনও প্রশংসা করুন৷ তার রেজাল্ট খারাপ হলে, তাকে বকাবকি না করে, আগের চেয়ে যদি ভাল হয়, তার প্রশংসা করুন৷ তাতে সন্তান আরও ভাল করার অনুপ্রেরণা খুঁজে পাবেন৷

আমরা অনেকসময় পড়াশোনার চাপের কারণে বাচ্চাদের গান, নাচ, আঁকা ছাড়িয়ে দিন৷ তা করবেন না৷ পড়াশোনার বাইরে এই ধরনের কর্মকাণ্ডে তাঁরা সৃজনশীল হয়ে ওঠে৷ পড়াশোনার বাইরে এই ধরনের জগত আদতে মনঃসংযোগ তৈরিতে সাহায্য করে৷

বাচ্চাদের কোনও প্রশ্ন থাকলে, তার নিবারণ করুন৷ অনেক সময় দেখা যায়, খুদেটি একাধিক প্রশ্নে জেরবার হয়ে মা-বাবারা তাকে থামিয়ে দেয়৷ এতে বাচ্চার আগ্রহ কমে যায়৷ তা না করে তার সঙ্গে কথা বলুন৷ কোনও কারণে, সেই সময় উত্তর দিতে অস্বামর্থ্য হলে সেটিও তাকে বোঝান৷ এতে খুদে সদস্যটিরও আগ্রহ বজায় থাকবে৷ অজানাকে জানার নেশাতেও দেখবেন, সে বই খুলে বসেছেন৷

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ