৮ অক্টোবর, ২০২৪

অবসরে অনলাইনে যা করবেন

অনলাইন ডেস্ক

অবসরে অনলাইনে যা করবেন

16px

আমাদের অলস সময় যেন কাটতেই চায় না। কিন্তু বর্তমান সময়ে মোবাইল হাতে নিয়ে ফেসবুক রিল বা ইউটিউবে ভিডিও দেখা শুরু করলে সময়ই খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই অবসর সময় চাইলে আমরা অনলাইনে থেকেও কাজে লাগাতে পারি। সেটি হতে পারে বিনোদন বা প্রোডাক্টিভ কিছু।

  • আর তা নিয়েই আজকের আয়োজন। চলুন জেনে নেওয়া যাক অনলাইনে কীভাবে সময় পার করবেন।

ই-বই পড়ুন: আপনার পছন্দের বইয়ের ই-বুক সংস্করণ পড়ুন।

পডকাস্ট শুনুন: বিভিন্ন বিষয়ের উপর আকর্ষণীয় পডকাস্ট শুনুন।

অনলাইন কোর্স করুন: আপনার আগ্রহের বিষয়ে নতুন দক্ষতা শিখতে বা আপনার জ্ঞানের ভিত্তি প্রসারিত করতে অনলাইন কোর্স করুন।

ভিডিও টিউটোরিয়াল দেখুন: ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল ভিডিও দেখুন।

ব্লগ পড়ুন: আপনার আগ্রহের বিষয় সম্পর্কে জানতে বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট  ভিজিট করুন।

অনলাইন ভাষা শিখুন: ডুয়োলিংগো, মেমরাইজ, বাবেল এর মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করে নতুন ভাষা শিখুন।

ওয়েব সিরিজ বা মুভি দেখুন: নেটফ্লিক্স, ইউটিউব, ডিজনি প্লাসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েব সিরিজ বা মুভি উপভোগ করতে পারেন।

গান শুনুন: স্পটিফাই, ইউটিউব মিউজিক এর মতো মিউজিক স্ট্রিমিং অ্যাপ্লিকেশনে আপনার পছন্দের গান শুনুন।

গেম খেলুন: অনলাইনে বিভিন্ন ধরনের গেম খেলুন, যেমন ক্যাজুয়াল গেম, পাজল গেম, স্ট্র্যাটেজি গেম, বা মাল্টিপ্লেয়ার গেম।

ইউটিউব ভিডিও দেখুন: আপনার আগ্রহের বিষয় সম্পর্কে জানতে বা শুধু মজার জন্য ইউটিউবে ভিডিও দেখুন।

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ