তারও আগে থেকে কেটকে প্রকাশ্য কোনো আয়োজনে দেখা যায়নি। কেটের অসুস্থতা ও প্রকাশ্যে না আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
যদিও কেটের সেরে ওঠা নিয়ে সাম্প্রতিক ভিডিওতে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। তবে এটাও বলা হয়েছে, এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি। কেনসিংটন প্রাসাদ বলেছে, কেট ক্যানসারমুক্ত হয়েছেন কি না, এমনটা এ পর্যায়ে বলা সম্ভব নয়।
ক্যানসার মোকাবিলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভিডিওতে কেট বলেন, এ অভিজ্ঞতা বেশ জটিল, ভীতিকর আর অপ্রত্যাশিত।
গত মাসে নরফোকে এই ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে কেট জানান, ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন।
কেট বলেন, ‘গ্রীষ্মের শেষের দিকে এসে আমি আপনাদের এটা বলতে পারব না যে অবশেষে আমার কেমোথেরাপির চিকিৎসা শেষ করাটা কতটা স্বস্তির বিষয়।’ এ সময় তাকে পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটতে ও গাড়ি চালাতে দেখা যায়।