২২ নভেম্বর, ২০২৪

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ভর্তি ৪৫৬ জন

অনলাইন ডেস্ক

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ভর্তি ৪৫৬ জন

16px

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২২ দিনে ডেঙ্গুতে ১২৩ জনের মৃত্যু হলো। গত মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১১২ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭, খুলনা বিভাগে ৬৫, চট্টগ্রাম বিভাগে ৬২, দুই সিটি বাদ দিয়ে ঢাকা বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ২০, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ