স্পোর্টস ডেস্ক: তারকা খেলোয়াড় কিনতে হবে, দলে ভেড়াতে হবে ম্যাচ জেতানো খেলোয়াড়, ম্যাচের ফলে প্রভাব রাখতে পারা কাউকেও লাগবে দলে। দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল গড়ে তোলার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হয় প্রচুর অর্থ খরচ করার সুযোগ। বছরের পর বছর ধরে তাই ভারতের ঘরোয়া টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের আবেদন বাড়ছেই।
দলগুলোও প্রচুর অর্থ খরচ করে মনের মতো দল গড়তে পারে বলেই প্রতি আসরেই জমে ওঠে আইপিএল। দেখে আসা যেতে পারে প্রতি আসরের আগে নিলামে সব দল মিলিয়ে কেমন খরচ করেছে পছন্দের খেলোয়াড় কেনায়।
আইপিএলের শুরু ২০০৮ সালে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আটটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজন করে প্রথম খেলোয়াড় নিলামের। আইপিএলের প্রথম আসরের নিলামে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে খরচ করেছিল ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।