২৩ নভেম্বর, ২০২৪

পেটে আগুন লাগলে সংস্কার ভালো লাগে না: মান্না

অনলাইন ডেস্ক

পেটে আগুন লাগলে সংস্কার ভালো লাগে না: মান্না

16px

ঢাকা: যারা এখনই দখলদারি ও চাঁদাবাজির চিন্তা করে, তাদের দিয়ে দেশের কল্যাণ সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর আয়োজিত জনসভায় তিনি এ প্রশ্ন রাখেন।

শেখ হাসিনাকে কখনও দেশে ফিরতে দেয়া যাবে না উল্লেখ করে মান্না বলেন, ‘শেখ হাসিনা দেশের কল্যাণের জন্য কিছু করেননি। মানুষ সংস্কার চায়, সুষ্ঠু নির্বাচনও চায়। তবে, মানুষের পেটে আগুন লাগলে, সংস্কার ভালো লাগে না। এই সরকারকে প্রথমে পেটের ক্ষুধা দূর করতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে।’
 
বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হলে জনগণের কাঙ্ক্ষিত একটি সুন্দর দেশ গড়া সম্ভব কিনা- এ সময় তিনি সেই প্রশ্নও রাখেন।
 
মান্না বলেন, আমাদেরকে দেশ বদলাতে হবে এবং দেশের মানুষের ভাগ্য বদলাতে হবে। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ