২৪ নভেম্বর, ২০২৪

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে না বরিশাল বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে না বরিশাল বিশ্ববিদ্যালয়

16px

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিষয়টি নিয়ে সিনিয়র শিক্ষকদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা সভা করেছে ববি প্রশাসন। পরবর্তীতে নিয়ম মেনে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে রোববার জানিয়েছেন ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

উপাচার্য শুচিতা বলেন, বিষয়টি নিয়ে সিনিয়র শিক্ষকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। পরে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গুচ্ছ পদ্ধতির চেয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ সুবিধাজনক-এমন তথ্য বিভিন্ন মাধ্যম থেকে উঠে এসেছে। তাই আমরা বিষয়টি নিয়ে ভাবছি।

ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এক শিক্ষক বলেন, গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন জটিলতার পাশাপাশি ছয় মাস সময় ব্যয় হয়। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে এক মাস বা দুই মাসের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়। এছাড়া ভর্তিচ্ছুরা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে একবারই সুযোগ পাচ্ছে। নিজস্ব পদ্ধতিতে নিলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তার মেধা যাচাই করার সুযোগ থাকে।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানি মারুফ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে বিড়ম্বনা এড়ানো যায়। শিক্ষার্থীদের মঙ্গলের জন্য আইন মেনে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ