জগন্নাথপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জগন্নাথপুর শাখার অনুমতির জন্য পাঠানো চিলাউড়া বাজারে এজেন্ট কেন্দ্রের চুড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের হেড অফিস।
চিলাউড়া বাজার আউটলেটের স্বত্বাধিকারী রেজাউল করিম রিপন জানান, এখন থেকে জান্নাত এন্টারপ্রাইজের নামে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের কার্যক্রম শীগ্রই চালু হবে। অত্র এলাকায় সুদমুক্ত ইসলামী ব্যাংকিং সেবা চালু হলে ইউনিয়নবাসী উপকৃত হবে। আগামী মাসে ইসলামী ব্যাংক পিএলসির সিলেট জোনাল হেড এই এজেন্ট আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আউটলেট কোড হল: ২৭২/০৭। আমরা সকলের সার্বিক সহযোগিতা চাই।