২৭ নভেম্বর, ২০২৪

জামাল উদ্দিন বেলাল ও আলী আহমদের বিরুদ্ধে করা নাশকতা মামলা খারিজ

অনলাইন ডেস্ক

জামাল উদ্দিন বেলাল ও আলী আহমদের বিরুদ্ধে করা নাশকতা মামলা খারিজ

16px

শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ী নলুয়া হাউজিং এস্টেট লি: এর চেয়ারম্যান সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল ও শিক্ষক আলী আহমেদ এর বিরুদ্ধে আওয়ামীলীগ কর্তৃক মিথ্যা বিস্ফুরক নাশকতা মামলা বুধবার সুনামগঞ্জ জেলা জজ আদালত খারিজ করে দিয়েছে।

সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আবুল বাশার এ বিষয়টি নিশ্চিত বলেন ৯৮/২৪ নং মামলা গত ২০জুলাই জগন্নাথপুর থানার এস আই আফসর উদ্দিন বাদী হয়ে জামায়াত বিএনপির ৩৬ জন আসামীর নাম উল্লেখ করে দায়ের করেন।

২২ জুলাই জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম,এস আই সাব্বির আহমেদ,এস আই সজিব আহমদের নেতৃত্বে একদল পুলিশ, বিকালে জগন্নাথপুর বাজারের, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলালকে তার ব্যবসা প্রতিষ্ঠান ওয়াল্টন শো–রুমের ক্যাশ টেবিল থেকে অন্যায় ভাবে জোরপূর্বক গ্রেফতার করে থানায় নিয়ে আসেন, এবং গভীর রাতে ডিভি পরিচয় দিয়ে মাদরাসা শিক্ষক আলী আহমদকে বাড়ি থেকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করে।

জেলা কারাগারে তাদেরকে গুম অবস্হায় কোন প্রকার ফ্যামেলীসহ বাহিরের সাথে যেগাযোগ বিছিন্ন অবস্হায় কারান্তিন করে রাখা হয় দীর্ঘ ১৬ দিন।

বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের ভয়ে স্বৈরাচারী শেখ হাসিনা স্বদলবলে ভারতে পালিয়ে গেলে ৬ আগষ্ট মহামান্য রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সকল রাজবন্দিদের মুক্তি দেওয়া। আজ সুনামগঞ্জ জেলা জজ আদালত মিথ্যা ও হয়রানি মূলক বিস্পুরক আইনে দায়ের করা নাশকতা মামলায় মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল ও শিক্ষক আলী আহমদসহ বিএনপি জামায়াতের ৪০ জন আসামিকে নির্দোষ প্রমাণিত করে মামলাটি খারিজ করে দেন।

 

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ