১ ডিসেম্বর, ২০২৪

ইসকনের প্রার্থনালয়ে ভাঙচুরের ঘটনায় ৩ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ইসকনের প্রার্থনালয়ে ভাঙচুরের ঘটনায় ৩ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

16px

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ইসকন পরিচালিত একটি প্রার্থনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) দিনগত রাতে উপজেলা সদরের টিনপট্টি এলাকার নির্মল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভৈরব থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন-ভৈরব পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সানজিব ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা সদরের রাণীর বাজার এলাকায় ইসকন ভক্তদের পরিচালিত নামহট্ট নামের প্রার্থনালয়টিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় সেখানে দেয়ালে রাখা ছবি, ঢোল, করতাল, ধর্মীয় কাজে ব্যবহৃত জিনিসপত্রসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর ও লুটপাট করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনার খবর পেয়ে ভক্তরা সেখানে গিয়ে ভিড় করেন। সপ্তাহের প্রতি রোববার সেখানে প্রার্থনা ও কীর্তনের আয়োজন করা হয়। তবে অন্যান্য দিন প্রার্থনালয়টি খুব বেশি খোলা হয় না।

এদিকে ঘটনার সময়ে ভিডিও ফুটেজ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা নিয়ে পুলিশ মাঠ পর্যায়ে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩০ নভেম্বর) বিকেল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে হাসিবুল হাসান, মো. সানজিব ও প্রান্ত নামে তিনজনকে গ্রেপ্তার করে।  

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শাহিনের মোবাইল ফোনে কল করেও কথা বলা যায়নি। তবে এ প্রসঙ্গে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ আল আমিন হোসাইন জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।  

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ