২৬ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানে জাতিগত শিয়া-সুন্নি সংঘর্ষ

অনলাইন ডেস্ক

পাকিস্তানে জাতিগত শিয়া-সুন্নি সংঘর্ষ

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশ স্থানীয় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ

16px

পাকিস্তানের উত্তরপশ্চিমে কুররামে শিয়া ও সুন্নি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং আরও প্রায় ৭৫ জন আহত হয়েছে। আফগান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে পাঁচ দিন আগে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। এরপর সেই বিরোধ বড় আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষের সূত্রপাত হয় এক সপ্তাহ আগে। আফগান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে ঘটনার সূত্রপাত, যা পরবর্তীতে বড় আকার ধারণ করে। আঞ্চলিক সরকারের মুখপাত্র সাইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কমাতে প্রশাসন উভয় জনগোষ্ঠীর প্রবীণ নেতাদের সঙ্গে কথা বলেছে। উভয়পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।

পাকিস্তান বিশ্বের অন্যতম সুন্নি মুসলিমপ্রধান দেশ। দেশটিতে মোটা জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ শিয়া মুসলিম। মাঝেমধ্যেই সহিংসতা ও বিভেদের শিকার হন বলে অভিযোগ করেছেন দেশটিচর শিয়া জনগোষ্ঠী।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ