২৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়ন কমিটি গঠন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়ন কমিটি গঠন

16px

আশারকান্দি ইউনিয়ন (জগন্নাথপুর, সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা'র  আশারকান্দি ইউনিয়ন শাখার সাধারণ সভা দাওয়াই বাজারে শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় দলীয়  কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আশারকান্দি ইউনিয়ন জামায়াত সভাপতি সৈয়দ নেকবর এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল কাদির লিক্সন এবং মামুন খানের যৌথ পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি দেলোয়ার হুসাইন।

প্রধান অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন আশারকান্দি ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা করেন।

২০২৫-২৬ সেশনের আশারকান্দি ইউনিয়ন জামায়াতের কমিটি:

সভাপতি: সৈয়দ নেকবর 
সহ সভাপতি: শরিফ আহমেদ লিপাস, মিজান আহমের ও নওশেদ আহমেদ 

সেক্রেটারি: মোজাহিদ খান 
সিনিয়র সহ সেক্রেটারি: শাহ আলম 
সহ সেক্রেটারি: দিলদার হুসাইন ও রুহেল মাস্টার 

বায়তুলমাল সেক্রেটারি: রুকন উদ্দিন 

প্রচার ও মিডিয়া সেক্রেটারি: রায়হান রিয়াদ 
সহ- প্রচার ও মিডিয়া সেক্রেটারি: ইকরাম খান 

সমাজ কল্যান  সেক্রেটারি: হোসাইন খান
সহ সমাজ কল্যান সেক্রেটারি: জয়নুল খান 

শ্রমিক কল্যান সেক্রেটারি: জসিম উদ্দিন 
সহ শ্রমিক কল্যান সেক্রেটারি: জাকির 

উলামা বিভাগীয় সেক্রেটারি: ডাঃ আব্দুর রব
সহ উলামা বিভাগীয় সেক্রেটারি: মাওলানা আতিকুর রহমান ও আশরাফ আলী আরশ।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, জামায়াত নেতা লেবু খান,  জাহিদ খান, শ্রমিক কল্যান ফেডারেশন আশারকান্দি ইউনিয়ন এর সভাপতি জসিম উদ্দিন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ