১২ ডিসেম্বর, ২০২৪

জগন্নাথপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

জগন্নাথপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

16px

শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ্স্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রানীগঞ্জ রোডস্থ হাজেরা মার্কেট সংলগ্ন মাঠে কর্মী সভা হয়।

সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।

এসময় তিনি বলেন, বিএনপির সাচ্ছা লোক দিয়ে জগন্নাথপুরে বিএনপির কমিটি গঠন করা হবে। কোনো স্বজনপ্রীতি করা হবে না। বিগত দিনে যারা দলের জন্য ত্যাগী শিকার করেছেন, নির্যাতিত হয়েছে,মামলা হামলার শিকার হয়েছেন তাদেরকে মুল্যায়ন করা হবে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে। বিএনপির কমিটি গঠনে সুনামগঞ্জের ১৬টি ইউনিটের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ হবে জগন্নাথপুর। আগামীতে ত্যাগীদের মূল্যয়ন করে “জগন্নাথপুরের মাটি বিএনপির ঘাঁটি”তে পরিনত করতে হবে।

কর্মী সভায় নেতা কর্মীগন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীগণ যোগ্য, পরিচ্ছন্ন ও  বিএনপির নিবেদিত ব্যক্তিকে দিয়ে কমিটি গঠনের জন্য আহবান জানান। ত্যাগীরা  যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

কর্মী সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডঃ নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদের আহমদ, এডভোকেট শেরেনুর আলী, ফারুক আহমেদ, আনছার উদ্দিন, মোঃ রেজাউল হক, সেলিম উদ্দিন, মোঃ নুর আলী, মোনাজ্জির হোসেন সুজন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন, এটিএম হেলাল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মির্জা আবুল কাশেম স্বপন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমেদ, আব্দুস সোবহান, উপজেলা বিএনপি নেতা এম এ কয়েছ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, জেলা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন।

শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা দবিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ