জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে "জুলাই বিপ্লব ২৪ ডটকম" আত্ম প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। "বৈষম্যের বিরুদ্ধে, ন্যায় এর পক্ষে "জুলাই বিপ্লব ২৪ ডটকম" এর কলম চলবে। এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে প্রকাশিত "জুলাই বিপ্লব ২৪ ডটকম " নামক নিউজ পোর্টাল এর আত্ম প্রকাশ উপলক্ষে ২৯ শে নভেম্বর, শুক্রবার বাদ মাগরিব এই পোর্টালের কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী, জুলাই বিপ্লব ২৪ ডটকম এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল এর সভাপতিত্বে ও পোর্টালের সম্পাদক ও প্রকাশক কয়েস মামুন এর পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আফজল হোসাইন, এনটিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক ফুজায়েল আহমদ ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রাকাব আহমদ শিশির।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ, সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক আমিনুল হক শিপন, সাংবাদিক আমিনুর রহমান জিলু, ও সাংবাদিক তৈয়বুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহিনুর রহমান, জুলাই বিপ্লবের আইটি সম্পাদক নুর উদ্দিন। আলোচনা পর্ব শেষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        