২৯ সেপ্টেম্বর, ২০২৪

বৃষ্টিতে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

অনলাইন ডেস্ক

বৃষ্টিতে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা

16px

শঙ্কাই সত্য হলো। তৃতীয় দিনেও আর মাঠে নামা হলো না। কানপুর টেস্টের আরো একটা দিন শেষ হলো কোনো বল মাঠে না গড়িয়েই। ভেজা আউটফিল্ড ও আলোকস্বল্পতার কারণে মাঠেই নামা হয়নি ক্রিকেটারদের।

কানপুর টেস্টের তৃতীয় দিনে আজ রোববার (২৯ সেপ্টেম্বর, ২০২৪) মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও স্বাগতিক ভারতের। আধাঘণ্টা এগিয়ে খেলা শুরুর কথা ছিল সকাল সাড়ে ৯টায়। তবে দীর্ঘ অপেক্ষার পরও শুরু করা যায়নি খেলা।

২০১৪ সালের পর প্রথম তিন দিন সবচেয়ে কম ওভারের খেলা হলো কানপুরে। ২০১৬ সালে পোর্ট অব স্পেনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্টে প্রথম তিনদিন মিলে মাত্র ২২ ওভারের খেলা হয়। শেষ দুদিন কোনো খেলাই হয়নি। সম্প্রতি নয়ডায় আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্টে তো টসই হয়নি।

এর আগে বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে খেলা হয়েছিল ৩৫ ওভার। তাতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৪০ রানে অপরাজিত মুমিনুল। ৬ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক।

এদিকে প্রতিকূল আবহাওয়ায় কারণে দ্বিতীয় দিন পুরোটাই পরিত্যক্ত হয়। চেন্নাইতে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক ভারত।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ