২৪ সেপ্টেম্বর, ২০২৪

সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ নারী দল

অনলাইন ডেস্ক

সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ নারী দল

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে চায় মারুফা-জ্যোতিদের দল

16px

২০১৪ সালে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ নারী দল। সিলেটে হওয়া সব ম্যাচে হেরে যায় টাইগ্রেসরা। এরপর আরও কয়েকটি আসরে অংশ নিলেও মূল আসরে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) মিরপুর শের-ই বাংলায় আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছে বাংলাদেশ নারী দল। এরপর সংবাদ সম্মেলনে মুখোমুখি হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ভেন্যু বদলে যাওয়ায় বাংলাদেশকে পরিবর্তন করা হয়েছে কৌশলে। শ্রীলঙ্কায় এ দলের আড়ালে মূলত জাতীয় দলকে পাঠায় বিসিবি। সেখানে স্বাগতিক ‘এ’ দলকে ৪-১ ব্যবধানে হারায় বাংলাদেশ ‘এ’ দল।

জ্যোতি বলেন, ‘ওইখানকার উইকেট আমাদের মতোই হয়। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। কোন কোন জায়গায় আমাদের উন্নতি করতে হবে তা নিয়ে আমরা কাজ করছি। আমাদের দুটো ফ্লাড লাইটের নিচে অনুশীলন হয়েছে, চেষ্টা করব সেটা কাজে লাগানোর।’

তিনি আরো বলেন, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদ দিলে এখন পর্যন্ত আর কোনো আসরে জয়ের দেখা পাইনি আমরা। সবার আগে তাই জয়ের আক্ষেপটাই মেটাতে চান জ্যোতি। পরের লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ