সিলেট নগরীর শাহপরাণ বাহুবল এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিলাল আহমদ মুন্সী (৩০) শাহপরান বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ও স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহপরান বাহুবল এলাকার স্কুলছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে বিরোধ চলে আসছিল। এ ঘটনাটি এলাকায় সালিশ বৈঠক পর্যন্ত গড়ায়। এরই জের ধরে সাকেরের পক্ষে জড়িয়ে পড়েন যুবদল-ছাত্রদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা। ঘটনার রাতে একটি পক্ষে নাদিম, মিজান, দেলোয়ার হোসেন, এনামুল কবীর সোহেলের নেতৃত্বে যুবদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় বাহুবল এলাকায় যান। তারা এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ালে হামলায় যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী খুন হন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত কয়েকদিন থেকে দুই ছাত্রের বিরোধের জেরে শাহপরান এলাকায় উত্তেজনা চলে আসছিল। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিয়ে সালিশ বসলেও সমাধান হয়নি। এসময় দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিলাল নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।