ঢাকা: চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল-সিম, মানি রিসিভসহ বেশি কিছু কাগজ জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন, শাহীন রব্বানী, স্বপন দাস ও পারভেজ মোশারফ।
জানা যায়, শাহীন রব্বানী ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। বাকিরা তার অধীনে চাকরি করেন। বেশকিছুদিন ধরে এই চক্র ফেসবুকে কর্মী নিয়োগের প্রলোভন দেখিয়ে অনেক চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে।
সুজন পাল নামের এক চাকরি প্রত্যাশী বলেন, আমার বাসা টাঙ্গাইলে। আমাকে স্বপ্নতে চাকরি দেওয়া এবং ব্যাংক অ্যাকাউন্টের কথা বলে টাকা চাওয়া হয়। আমি কিছু টাকা দিয়েছি, এরপর আরও টাকা চাওয়া হয়। আমার মতো অনেকে অফিসে এসে টাকা প্রতিনিয়ত দিচ্ছে বলে জানতে পারি। সরল বিশ্বাসে চাকরির আশায় অনেকে আমরা টাকাও দিয়েছি, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।