সুনামগঞ্জে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ৭২ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী।
বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেল ৪টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে চূড়ান্তভাবে ৩২ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্রিফিং-এ জানানো হয়, এবার পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে ২ হাজার ১০ জন আবেদন করেন এবং ২ হাজার ৪৪১ জন শরীরিক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৭৪ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২০৩ জন।
চূড়ান্ত পরীক্ষায় ৭২জন পাশ করেছে। এর মধ্যে ৬ জন নারী, অপেক্ষমান ১৩ জন রয়েছেন বলেও জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার অরো জানান, শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ব্রিফিং শেষে প্রাথমিকভাবে নিয়োগ পাওয়াদের ফুল দিয়ে বরণ করেন উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সাংবাদকর্মীরা।
নিয়োগ পাওয়াদের বেশিরভাগ হত দরিদ্র পরিবারের সন্তান। এদের মধ্যে শর্মিলা আক্তার, সামীম আহমদ সামী, সাইফুল্লা মিয়াসহ অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন।
তারা জানান তাদের পরিবার খুব কঠিন অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। চাকরীর খুব প্রয়োজন ছিল। তাদের ধারণা পুলিশের চাকরি পেতে বড় অঙ্কের ঘুষ লাগবে। কিন্ত তারা কোন আর্থিক লেনদেন ছাড়াই নিজেদের যোগ্যতায় চাকরী পেয়েছেন। সেজন্য মহান আল্লাহ্র নিকট শুকরিয়া ও পুলিশ সুপার আ ফম আনোয়ার হোসেন খানকে ধন্যবাদ জানান।