অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এই বিষয়টি মেনে নিয়েই আমাদের ভারতের সাথে সম্পর্ককে এগিয়ে নিতে হবে। রোববার জাতীয় প্রেসক্লাবে সার্ক চার্টার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সব সময় বলে এসেছি, কোনো সমস্যার সমাধান করতে হলে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে। এবং আমাদের একইভাবে এটাও স্বীকার করতে হবে যে ৫ আগস্টের আগে ও পরে সম্পর্কের নিশ্চয়ই গুণগত পরিবর্তন হয়েছে।’
বর্তমানে দু’দেশের সম্পর্কের এই টানাপড়েনে প্রভাব ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির ওপর পড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুই–তিন মাস যাবৎ যে মন্দা যাচ্ছে, সেটা কি শুধু বাংলাদেশকে প্রভাবিত করছে? এত বড় অর্থনীতির দেশ ভারতের ওপরও এর প্রভাব পড়ছে। পরিমাণটা হয়তো অত বেশি না।’
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করব যে, অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ, পারস্পরিক দেখা–সাক্ষাৎ। আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্রসচিব আসছেন। আমি আশা করব যে তারা ফলপ্রসূ আলোচনা করবেন।’
সূত্র : বিবিসি